এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রশাসনের অভিযান পরিচালনা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।সাথে ছিল চুনারুঘাট থানা ও আনসার পুলিশের একটি টিম।
হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনা মোতাবেক উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ছালেক মিয়া, পিতা- জালাল মিয়া, সাং পঞ্চাশ, ডাক-পঞ্চাশ, চুনারুঘাট, হবিগঞ্জ নামে এক ব্যক্তিকে ১,০০,০০০/- (একলক্ষ) টাকা অর্থদন্ড আরোপ করা হয়।এছাড়াও উক্ত স্থান থেকে আনুমানিক ১৫০০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোরভাবে হুশিয়ার করে দেন।এবং অভিযান চলমান থাকবে বলে জানান।