দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আবু হেনা’র বাবা মো. জামাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার ভোররাতে আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিতকারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল (৮০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর আজিমনগর জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম মো. জামাল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পরিবারের পক্ষে সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু ও সৈয়দ হাবিবুর রহমান ডিউক। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।