প্রেস বিজ্ঞপ্তি : বাঙ্গালির বিশ্বজয়ের স্বপ্ন সারথি, ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে স্মারকবৃক্ষ রোপন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
মঙ্গলবার সকালে কলেজে জেলা প্রশাসককে স্বাগত জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করে জেলা প্রশাসক কলেজে অনুষ্ঠিত টিকাদান কেন্দ্র পরিদর্শণ করেন। পরে জেলা প্রশাসক কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভায় যোগ দেন।
শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আসম আফজল আলী, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।
কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বিশ্বনন্দিত নেতা উন্নয়নের রোলমডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী । নারী শিক্ষা ও নারীদের উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন । জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘উন্নত-সমৃদ্ধ’ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচি বাস্তবায়নে নারীদের এগিয়ে আসতে হবে। নিজের সফলতা ও বেড়ে উঠার গল্প শুনিয়ে নারী শিক্ষার্থীদের নিষ্ঠা, শ্রম ও ধৈর্যের সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহবান জানান তিনি। কলেজে ডিগ্রি কোর্স, শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালুসহ সকল বিষয়ে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।