আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় ছাতিয়াইন ইউনিয়নের ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে ৩টি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ও প্রায় দুই কিলোমিটার পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। ভ্রাম্যমাণ আদালত কে মাধবপুর থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বালু উত্তোলনকারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।