এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন থানার মোড়ে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি চুনারুঘাট উপজেলার উবাহাট ইউনিয়নের মানিক মিয়ার ছেলে শাহীন মিয়া (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ নতুন থানার মোড়ে কিম্মত আলীর দোকানের সামনে রাস্তার উপর হইতে অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই সনজীত চন্দ্র নাথ, এএসআই মোঃ তাফাজ্জল হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শাহীন মিয়া (১৯)কে ইয়াবাসহ আটক করা হয়।
এসময় শাহীন মিয়ার কাছ থেকে ৫০ পিছ উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, আটক শাহিন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
আটককৃত আসামী শাহিন মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।