সুনামগঞ্জ থেকে : সিলেটের সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৪৫) নামে এক ভেটেরনারি সার্জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভেটেরনারি সার্জন খলিলুর রহমান মোটরসাইকেলে সুনামগঞ্জ সদর থেকে দক্ষিণ সুনামগঞ্জে যাচ্ছিলেন। সুনামগঞ্জ-সিলেট সড়কের লক্ষণশ্রী এলাকায় পল্লীবিদ্যুতের একটি ট্রাক্টর থেকে একটি বড় টায়ার সড়কে পড়ে গেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন খলিলুর রহমান। এতে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে, দুপুর ১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।