আব্দুর রাজ্জাক রাজুঃ দেশের দ্বিতীয় বৃহত্তম বন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান মন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়-কাউস।
(১৮ সেপ্টেম্বর) শনিবার সকালে পরিবারসহ তিনি এক সংক্ষিপ্ত সফরে এসে সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেন।
এ সময় মূখ্য সচিব-আগামি মাসে প্রধান মন্ত্রীর উপহার ১৫০ শত ঘর নির্মান, সাতছড়ি বিজিবি ক্যাম্প সড়ক পাকা করন,কালেঙ্গা রাস্তা পাকা করন সহ সাতছড়ি জাতীয় উদ্যানের বেহাল দশার পরিবর্তনে অবকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান,চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,অতিরিক্ত পুলিশ সুপার,চুনারুঘাটের নবাগত ইউএনও সিদ্ধার্থ ভৌমিক,সহকারি কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল,চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ,স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব চৌধুরী শামসুন্নাহার,রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন প্রমুখ।