সৌরভ শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামে নিশিকান্ত শীলের বাসভবনে চুনারুঘাট বাজার সেলুন ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা আগামী ১৭ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের মধ্যে, ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টায় পূজারম্ভ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলী অর্পণ, সকাল ১১টায় সংগীতানুষ্ঠান ও সংবর্ধনা, দুপুর ১২টায় ভোগরাগ, দুপুর ১.৩০ মিঃ সময়ে কণিকা প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সন্ধ্যারতি, সন্ধ্যা ৭.৩০ মিঃ সময়ে পদকীর্ত্তন পরিবেশনায় শ্রী বিনয় সূত্রধর। পূজা পরিচালনা কমিটি জানায়, এই করোনা মহামারীতে সরকারি বিধিনিষেধ মেনে এ পূজা উদযাপন করা হবে।