হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।বুধবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্টিত হয়।
জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, হবিগঞ্জ জেলা প্রশাসক জয়লাল আবেদিন প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পেয়ারা বেগম, পিপি আকবর হোসেন জিতু, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমূখ।
হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক সহ সকল পুলিশিং কমিউনিটির সদস্যরা উপিস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশং বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ সদর থানা ও শায়েস্তাগঞ্জ থানা।