নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ নবীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে নবীগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তিনি প্রশাসনের নানা রকম অনিয়ম দমনে আপোষহীন ভাবে কাজ করার ঘোষনা দেন। তিনি বলেন নবীগঞ্জ শহর কে যানজট মুক্ত করতে অচিরেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়কের উপর ফুটপাতে দোকান পাট উচ্ছেদ করা হবে।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কমপ্লেক্সে নবীগঞ্জের জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাত ও মত বিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। তিনিও সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।
এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মছদ্দর আলী, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক ও চ্যানেল এস প্রতিনিধি রাকিল হোসেন, অফিস সম্পাদক জাকির হোসেন চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, নবীগঞ্জ নিউজ ডট কমের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক সন্ধ্যা বাণী প্রতিনিধি শাহ মুছা আহমদ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাংবাদিকদের পাশাপাশি নবীগঞ্জের উন্নয়ন এবং আইনশৃংখলা রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও কাজ করার ঘোষনা সাংবাদিকদের মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।