মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা- সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলো মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সফিক মিয়ার পুত্র আব্দুস সোবহান রুবেল (২৮) ও একই ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের মো: আবুল কালাম এর পুত্র মো: রিপন মিয়া (২৪)।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।