চুনারুঘাট প্রতিনিধিঃ পাওনা টাকা চাইতে গিয়ে মিথ্যা সাজানো মামলায় স্বীকার হয়েছেন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজু। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, হবিগঞ্জ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও চুনারুঘাট প্রেসক্লাব।
ঘটনা সুত্রে জানাযায়,সাংবাদিক রাজুর মালিকানাধী চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে আল-বাইক ফাস্টফুড এন্ড কফি হাউজ থেকে গত ২০ ডিসেম্বর স্থানীয় মুরুব্বীয়ান, সাবেক চেয়ারম্যান হাজী আঃ লতিফ ও স্বাক্ষীদের উপস্থিতিতে ১৫০ টাকার ষ্টাম্পে চুক্তিনামা সম্পাদন করে ফার্ম্মেসী ব্যবসার জন্য ৩ লাখ টাকা ধার হিসাবে নেন মঈন উদ্দিন বুরহান । সেই টাকা তিন মাসের মধ্যে ফেরৎ দেয়ার কথা থাকলেও তিনি আজ কাল করতে করতে দিন পার করে যাচ্ছিলেন।
পরবর্তীতে গত ২৫ আগষ্ট কয়েকজন স্বাক্ষীদের নিয়ে মঈন উদ্দিনের মালিকানাধীন বুরহান ফাম্মেসীতে টাকা চাইতে যায় তিনি ।ওই সময় টাকা না দিয়ে সে কিসের টাকা বলে অস্বীকার করে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিক রাজু আদালতে মামলা করতে গিয়ে দেখেন মঈন উদ্দিন উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। আদালত মামলাটি পিবিআই কে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
এদিকে সাংবাদিক রাজু আদালতে মঈন উদ্দিনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে তার টাকা ফেরত চেয়ে মামলা দায়ের করেন।