শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ নিশাপট এলাকায় লাইসেন্স না থাকায় আদুরী ব্রিকস ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম।
এর আগে বিভিন্ন সময়ে ৫ বারে একই অপরাধে ওই ব্রিকস ফিল্ডকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।