আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের গুইবিল সীমান্তে ৬ কেজি গাঁজা জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
(৬ সেপ্টেম্বর)সোমবার বিকেলে গাঁজা জব্ধ করেন।
গুইবিল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ মোস্তফা কামাল জানান,বিজিবির নিজস্ব গোয়েন্দা সদস্য মোঃ জিয়া উদ্দিনের তথ্যের ভিত্তিতে ভারতীয় সীমান্তের ১৯৭১ পিলারের বাংলাদেশ অভ্যন্তে অভিযান চালিয়ে তারা উল্লেখিত গাঁজা জব্ধ করেন।বিজিবি’র অবস্থান টের পেয়ে চোরা-কারবারিরা পালিয়ে যায়।
সিমান্তে মাদক ও চোরা-চালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।