নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজগাও গ্রামে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই মোঃ কাওছার মাহমুদ তোরণ, এসআই মোঃ হামিদুর রহমান,এএসআই কবিরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একবছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রুমেল মিয়া (৩২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুমেল শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান কুখ্যাত মাদক ব্যবসায়ী একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়লো সে।