এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবের মদিনার দক্ষিণে একটি ১৮১ জন স্কুলে জিনের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। স্কুলটির মদিনার দক্ষিণে অবস্থিত আসসলিল নামক স্কুলটির ৯জন শিক্ষার্থীর দাবি করেন। জিনরা তাদেরকে অসুস্থ বানিয়ে দিয়েছে। সৌদির শিক্ষাবিষয়ক কর্মকর্তরা বিষয়টি তদন্তের জন্য একটি টিমও গঠন করেছেন।
রোববার আরব নিউজের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে অনলাইন উর্দু নিউজপোর্টাল ডন।
আরব নিউজের খবরে বলা হয়, এ শিক্ষার্থীরা দ্বিতীয় সেমিস্টারের শুরুতেই অসুস্থ হয়ে পড়েছিল। তাদের ধনুষ্টঙ্কার রোগেও ভুগতে হচ্ছে। ফলে অনেক অভিভাবকদেরই স্কুলে জিন থাকার বিষয়টি বিশ্বাসে পরিণত হয়।
স্কুলে অধিকাংশ শিক্ষার্থীর অনুপস্থিতির কারণে বতর্মানে স্কুলটিতে পরীক্ষা নেয়াও অসম্ভব হয়ে দাড়িয়েছে। স্কুলটি পড়াশোনার জন্য নিরাপদ নয়। শিক্ষাকর্মকর্তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মিলে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পথ খুঁজছেন।