নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে ২টি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ( ১ সেপ্টেম্বর) রাতে যেকোন সময় সিঁধ কেটে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মালমাল চুরি করে সিঁধেল চোরেরা। এতে চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। সেই সঙ্গে উদ্বেগ ও আতঙ্কে এলাকার মানুষ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) সকালে নূরপুর গ্রামের একই এলাকায় দুইটি বাড়ির কাঁচা ঘরে সিঁধ কেটে ঘরের মালামাল চুরির বিষয়টি দেখতে পায় বাড়ির লোকজন। দুইটি ঘর থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ অন্যান্য মালামালও নিয়ে গেছে চোরেরা।
বুধবার গভীর রাতে সিঁধেল চোরেরা এ চুরি ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
নূরপুর গ্রামের জাকির মিয়া ও সুজন মিয়ার ঘরে চুরি ঘটনা ঘটে।
চুরির শিকার জাকির মিয়া বলেন, সকালে উঠে দেখি সিঁধ কেটে চুরি হয়েছে ঘরে। সতেরো হাজার নগদ টাকা, অ্যান্ড্রোয়েড ২টি মোবাইল ফোন নিয়ে গেছে চোরে।
সুজন মিয়া জানান, মাহফিল থেকে গভীর রাত ২টার সময় বাড়িতে এসে ঘুমান তিনি। সিঁধ কেটে তার দু’টি মোবাইল ও নগদ ১৪ হাজার টাকা নেয় চোররা।
জানা যায়, উক্ত এলাকায় জুয়া ও ইয়াবা সেবনকারী দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উঠতি বয়সে যুবকরা ইয়াবা ও গাঁজার আসক্ত হয়ে পড়েছে। এমনকি টং দোকান গুলোতে মোবাইলে লড্ডু দিয়ে একধরনের জুয়ার আসর বসানো হয়। মুলত মাদকের অর্থ জোগাড় করার জন্য চুরির ঘটনা ঘটছে বলে সচেতন মহল দাবী করেন।
সাধারণ মানুষের দাবী প্রশাসনের সুদৃষ্টিতে বন্ধ হতে পারে এইসব অপরাধ। যত তাড়াতাড়ি প্রশাসন এই সব অপরাধীদের বিরুদ্বে আইনী ব্যবস্থা নিবে তত তাড়াতাড়ি শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে গরীব অসহায় সাধারণ মানুষ।