মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জে মাধবপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির আহবায়ক আবুল বাশার, সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কমিশনার বাবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক রানা, বিএনপির নেতা মাহারাজ খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ জীবন সহ প্রমূখ।পরে দোয়া পরিচালনা করেন মাধবপুর জামে মসজিদের সহকারী ইমাম তাজুল ইসলাম।