বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে লক্ষাধিক টাকার চোরাই গাছ বহনকারী ট্রাক্টরসহ ২ জনকে আটক করেছে বন বিভাগ।
বুধবার ভোর ৫ টায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমানের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বাহুবল উপজেলার গোলগাও গ্রামের জাহির মিয়ার ছেলে সাইফুর রহমান (২০) এবং একই উপজেলার ভাটপাড়া গ্রামের শমসু মিয়ার ছেলে সেলিম আহমেদ (২১)।
বনবিভাগ সূত্রে জানা যায়, চোরাই আকাশমণি গাছ বহনকারী একটি ট্রাক্টর বাহুবল থেকে সিলেটের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই গাছ বোঝাই ট্রাক্টর সহ ২ জনকে আটক করা হয়।
এ সময় তাদের সাথে থাকা আরও ২ জন পালিয়ে যায়। পরবর্তীতে গাছ বোঝাই গাড়িসহ গাড়িতে থাকা ৭০ ঘন ফুট চোরাই গাছ জব্দ করে শায়েস্তাগঞ্জ রেঞ্জে নিয়ে আসা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
এবিষয়ে বনবিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন পুটিজুড়ি বিট কর্মকর্তা জুয়েল রানা, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, নজরুল ইসলাম, মিনহাজ উদ্দিন দেওয়ান, বাচ্চু মিয়া।