আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য হবিগঞ্জে মাধবপুর উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১১টি ইউনিয়নে ১০৬জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বাইসাইকেল গ্রাম পুলিশদের হাতে তুলে দেন।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে ১টি বাইসাইকেল দেওয়া হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, আমাদের গ্রামপুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ১০৬ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল দেওয়া হয়েছে।