আলমগীর কবির, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মজিব শতবর্ষের শপথ করি “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”-এই শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে (২৯ অক্টোবর) উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিষদের ইমাম, প্রমূখ।