মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তের মেইন পিলার ১৯৯৫/৯ এস হতে আনুমানিকঃ ৮০০গজ বাংলাদেশের অভ্যান্তরে ধর্মঘর কালি মন্দির নামক স্থান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ ১ কারবারিকে আটক করেছে।
বিজিবি জানায়,গত (২৮ আগস্ট)শনিবার রাত সাড়ে ১১টার সময়ের দিকে
ধর্মঘর বিওপির ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে
গাঁজাসহ মোঃকামাল মিয়া (৩৬) নামে ১ কারবারিকে আটক করা হয়।
সে উপজেলার ধর্মঘর সস্তামোড়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএমএন সামীউন্নবী চৌধুরী উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।