চুনারুঘাট প্রতিনিধিঃ আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনার কতৃক আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সবকটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করার ঘোষনায় মাটে কাজ করছে সম্ভাব্য প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে গণসংযোগ করছেন আজমান প্রাদেশিক যুবলীগের সেক্রেটারী হারুনুর রশীদ রঙ্গু
(২৬ আগষ্ট) বৃহস্পতিবার বনগাঁও বাশতলায় গণসংযোগ কালে হারুনুর রশীদ রঙ্গু বলেন-দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতির পাশাপাশি সামাজিক কাজে অধিক সময় ব্যয় করেছি। কিন্তু এবার যখন জনপ্রতিনিধি হয়ে জবাবদিহিতার আওতায় নাগরিক সেবা করার জন্য নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছি, সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। কারণ আমি জনগণের প্রকৃত সেবক হয়ে থাকতে চাই।
তিনি এলাকার মানুষের উদ্দেশে আরও বলেন, ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় যারা আমার সঙ্গে কাজ করেছেন, মিশেছেন তারা তা জানেন। একজন আদর্শিক রাজনৈতিক নেতা নয়, সর্বদা কর্মী হয়ে ছিলাম আছি থাকব।
আপনাদের রায়ে যদি সেবা করার সুযোগ পাই, তাহলে আমৃত্যু আপনাদের সেবা করেই যাব।আমার প্রিয় আহম্মদাবাদ ইউনিয়ন বাসীকে সত্যিকার অর্থে মানুষের বাসযোগ্য করে তুলতে আমার যে স্বপ্ন ও পরিকল্পনা তা বাস্তবায়ন হবে।