বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে নিজ বাড়ির পরিত্যাক্ত (লাকড়ির ঘরে) বৃদ্ধা’র মৃতদেহ। স্ত্রীর চোঁখে হঠাৎ পড়ে। তিন দিন ধরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।
গতকাল সোমবার গোয়াল ঘরের পাশে পরিত্যাক্ত ঘরে স্ত্রীর চোঁখ পড়লে দেখেন স্বামী বসা। গলায় দড়ি লাগিয়ে বসিয়ে রাখা হয়েছে। ওই হতভাগা বৃদ্ধা বিশ্বনাথের খাজাঞ্জি ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত :জবান আলীর পুত্র আব্দুল মনাফ। বয়স ৫৫। নিহত আব্দুল মনাফের ২ ছেলে ২ মেয়ে বলে জানাগেছে। পারিবারিক সুত্র জানায়, গত শনিবার থেকে আব্দুল মনাফকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।
নিহতের স্ত্রী চাম্পা বেগম সাংবাদিক কে বলেন, স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে প্রসঙ্গে তিনি বলেন, একজন লোকের কাছে লেন-দেন থাকায় স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিশ্বনাথ থানার এসআই দ্বিপন চন্দ্র সরকার বলেন, হত্যা না আতœহত্যা এ বিষয়ে স্পষ্ট করে বলা যাচ্ছেনা। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।