শেখ হারুন,চুনারুঘাট থেকে : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে(কোভিড-১৯) ক্ষতিগ্রস্থদের জন্য দেশব্যাপী সরকারের সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম চলছে।খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস-এর চাল ও আটা বিক্রি করা হচ্ছে চুনারুঘাট পৌরসভার চার জন ডিলারের মাধ্যমে।চুনারুঘাট উপজেলা খাদ্য বিভাগের ইন্সপেক্টর আব্দুস সামাদ জানান,একজন ডিলার প্রতিদিন দেড় টন=(১৫,০০)কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা ও এক টন=(১,০০০)কেজি আটা প্রতি কেজি ১৮ টাকা দরে বিক্রি করতে পারবেন।ডিলাররা জন প্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করতে পারবেন বলে ও জানান তিনি।
চাল-আটা ক্রয় সম্পর্কে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন বলেন,পৌরসভার ডিলারদের কাছ থেকে ওএমএস-এর চাল ও আটা পৌরবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে ক্রয় করতে পারবেন।তবে,উপজেলার যে কারো কাছে ওই চাল-আটা বিক্রি করার অনুমোদন আছে।বৃহস্পতিবার(২৬ আগষ্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে চাল ও আটা ক্রয়ে ক্রেতাগণের মধ্যে বেশ সাড়া পড়েছে।
উল্লেখ্য,চুনারুঘাট পৌরসভার উত্তর বাজারের ডিলার আঃ শহীদ তালুকদার,দক্ষিণ বাসস্ট্যান্ডে তাজুল ইসলাম,কলেজ রোডে শাহজাহান ও বাল্লারোডের ফারুক মিয়াসহ মোট ৪ জন ডিলারের মাধ্যমে গত ২৬-০৭-২০২১ ইং(সোমবার) থেকে ওএমএস-এর চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে বিক্রয় কার্যক্রম।সরকার থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়ার আগ পর্যন্ত চাল-আটা বিক্রয় কার্যক্রম চলবে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবুল হোসেন।