নিজস্ব প্রতিবেদক, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে আখ ক্ষেতের জুয়ার আসর থেকে দুইজন গ্রেফতার হয়েছেন।
তারা হলেন- চুনারুঘাট উপজেলার বনগাঁও গুচ্ছ গ্রামের ময়না মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩১) ও একই গ্রামের মকছুদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৫)। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য জানান চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আশরাফ।
এর আগে রবিবার দিবাগত রাতে তাঁর নেতৃত্বে এসআই ইকবাল কবির, এএসআই আব্দুর রহিম, এএসআই আব্দুল হান্নানসহ একদল পুলিশ উপজেলার বনগাঁও গুচ্ছ গ্রামের খোয়াই নদীর তীরে আখ ক্ষেতের জুয়ার আসরে অভিযান চালায়।
এ অভিযানে ওইজন গ্রেফতার হলেও বাকীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় জুয়ার খেলার সরঞ্জাম। থানায় ৭ জনের নাম উল্লেখ্য করে মামলা হয়েছে। সোমবার বিকেলে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।
ওসি আলী আশরাফ জানান, বাকী আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।