মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একমাত্র পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের শুক্রবার দুপুরে সমাধি কাজ সম্পন্ন হয়েছে। সুখলাল দেবনাথের মৃত্যুতে মাধবপুর, চুরুনাঘাট আসনের সংসদ সদস্য, বিমান প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মাধবপুর পৌরসভার বাসিন্দা পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথ (৭৫) গত বৃহস্পতিবার মধ্যরাতে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে শংকর দেবনাথ জানান, গত কিছুদিন আগে তার ছোট ভাই সুশংকর দেবনাথ সড়ক দূর্ঘটনায় অকালে মারা যাওয়ার পর পুত্র শোকে বাবা বাকশক্তি হারিয়ে শয্যাশায়ি ছিলেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে তিনি পরলোক গমন করেন।
তিনি স্বাধীনতার পর থেকে মাধবপুরে সংবাদপত্র পরিবেশন করেন। এ ছাড়া তিনি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।