শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

মুক্তিযুদ্ধের সংগঠক – বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর নিম্বর আলী তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সংগঠক নিম্বর আলী আলী তালুকদার। ১৯২০ সালে হবিগঞ্জ জেলার সদর থানার ভাদৈ গ্রামে নিম্বর আলী তালুকদার জন্ম গ্রহন করেন। ১৯৪০ সালে হবিগঞ্জ জেকে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। ১৯৪৩ সালে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে আই এ পাশ করেন। আই এ পাশ করার পরই পড়াশুনা থেকে ইতি টানেন এবং রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৪৯ সালে আওয়ামীলীগ প্রতিষ্টিত হলে একজন কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। আওয়ামীলীগের রাজনীতিতে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সমাজ সেবক হয়ে উঠেন।
পাকিস্তান আমলে আইয়ুব শাসনের বিরুদ্ধে সকল আন্দোলনে অংশ গ্রহন করেন।

১৯৭০ সালের নির্বাচনে হবিগঞ্জ সদর- লাখাই- মাধবপুর আসনে জাতীয় পরিষদ নির্বাচনে এডভোকেট মোস্তফা আলীর সমর্থনে এবং আওয়ামীলীগের বিজয়ের জন্য প্রচুর কাজ করেন। নিম্বর আলী তালুকদার রাজনীতিতে এডভোকেট মোস্তফা আলীর এম পির একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের তাঁর ছিল অসামান্য অবদান। ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। যুদ্ধ করেছেন ৩ নং সেক্টরের অধীনে।

১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের প্রার্থীদের বিজয়ের জন্য ব্যাপক কাজ করে প্রশংসিত হন। নিম্বর আলী তালুকদার বঙ্গবন্ধুর সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সব সময় নিম্বর আলী তালুকদারকে নাম ধরেই ডাকতেন।

নিম্বর আলী তালুকদার সুঠাম দেহের অধিকারী ছিলেন। সব সময় মুজিব কোট পড়তেন। তিনি রুচিশীল পোশাক পরিধান করতেন। রুচিশীল পোশাকের জন্য জাতীয় নেতারা তাকে পছন্দ করতেন।

১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকারের আমলে প্রথম হবিগঞ্জ মহকুমা রেড ক্রস সোসাইটির সাধারন সম্পাদক পদে নিয়োগ দেন।

১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ ( বাকশাল) গঠিত হলে নিম্বর আলী তালুকদার হবিগঞ্জ মহকুমার যুগ্ম সাধারন সম্পাদক হন।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু নিহত হবার পর নিম্বর আলী তালুকদার আওয়ামীলীগকে সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেন।

হবিগঞ্জ জেলা কৃষকলীগের প্রথম সভাপতি নির্বাচিত হন। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ছোট ছোট ছেলেমেয়েদের রাস্তাঘাটে বলতেন, আওয়ামীলীগ কি ক্ষমতায় যেতে পারবে? যারা বলতেন আওয়ামীলীগ ক্ষমতায় যাবে, তাদেরকে তিনি চকলেট খেতে দিতেন।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে সব সময় জনকল্যানমুলক কাজ করতেন। তিনি একজন খাটি দেশ প্রেমিক এবং একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। ছিলেন একজন শিক্ষানুরাগী

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে অনেক আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত স্নেহধন্য নিম্বর আলী তালুকদার ১৯৯৫ সালের ২১ আগষ্ট ৭৫ বছর বয়সে মৃত্যবরন করেন।

মৃত্যুর আগে তিনি আওয়ামীলীগ কর্মীদের কাছে দুঃখ করে বলতেন, আমি বঙ্গবন্ধুর হত্যার বিচার দেখে যেতে পারবো না। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখে যেতে পারবো না।

নিম্বর আলী তালুকদার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার না দেখেই “একটা দুঃখ” নিয়ে মারা গেলেন।

একজন সৎ ও একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ হবিগঞ্জের মাটি থেকে চলে গেলেন। তিনি চার পুত্র, এক কন্যা রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন।
উল্লেখ্য নিম্বর আলী তালুকদারের বড় ছেলে আব্দুর রশিদ তালুকদার ইকবাল শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!