স্টাফ রিপোর্টার : সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার উদ্দোগে জেলা কমিটির নির্বাহী সদস্য (আজীবন সদস্য) মোঃ নাজির হোসাইন হাসুর বিদেশ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই অগাস্ট) বিকাল সাড়ে তিন ঘঠিকায় সবুজবাগে নাজির হোসাইনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন- হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী।
জেলা সুজনের সাধারন সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল রাকিব, সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সহ সভাপতি আবদুল কাদির, যুগ্ন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল,
সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিন, কামরুল হাসান, বাহুবল উপজেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুর রব শাহীন, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন, বিশিষ্ট সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হারুনুর রহিম রুপজ, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, জেলা সুজনের সদস্য আজিজুল ইসলাম। বক্তাগন বিদায়ীর প্রতি আবেগপূর্ন বক্তব্য প্রদান করেন।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।