দিলোয়ার হোসাইন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে হ্যালো অক্সিজেন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
করোনাকালীন সময়ে বানিয়াচং উপজেলার শ^াষ কষ্টের কোন রোগী বা তার আত্মীয় যদি হ্যালো অক্সিজেন টিমের হেল্পলাইনে ফোন দিয়ে সহযোগিতা চান তাহলে টিমের ৪ সদস্যের যে কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর সেবায় হাজির হবেন।
৬আগস্ট শুক্রবার বিকাল ৫টায় সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন মিলনায়তনে সভা অনুষ্টিত হয়।
টিম লিডার নিশাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন প্রমূখ।
এ ব্যাপারে হ্যালো অক্সিজেন টিমের টিম লিডার নিশাত রহমান জানান, আমাদের হেল্পলাইনে কোন শ^াষ কষ্টের রোগী বা তার কোন আত্মীয় পূর্ণ পরিচয় দিয়ে সেবা নিতে চাইলে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার জন্য আমাদের টিম প্রস্তুত আছে।
এ সময় তিনি আরও জানান, আমাদের টিমের কাছে বর্তমানে তিনটি সিলিন্ডার রয়েছে। আমাদের টিমে আরও দুটি সিলিন্ডার এসে যুক্ত হবে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, তাদের উদ্যোগ শতভাগ ভালো। প্রশংসার দাবী রাখে। আশা করছি বানিয়াচংয়ে কোন রোগী অক্সিজেনের অভাবে মারা যাবেননা।