নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টায় মৌচাক পয়েন্টের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বাহুবল সদর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টের উত্তর ও মহাসড়কের পশ্চিম পাশের একটি পুকুরে আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত লাশটি দেখতে পান।তারা থানা পুলিশকে খবর দেয়য়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে এস আই অলক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর কবির লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।