নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই কেজি গাঁজা সহ খোকন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের হিলালপুর থেকে তাকে আটক করা হয়।
আটক খোকন মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের মীর আলীবাগ এলাকার খেলন মিয়ার পুত্র।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রতি আবারো বেশ কয়েকটি সঙ্ঘবদ্ধ মাদক পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পন্থায় মাদক নিয়ে আসা হয় আজমিরীগঞ্জে।
এরই সূত্র ধরে বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের হিলালপুর থেকে ২ কেজি গাঁজা সহ খোকন মিয়াকে আটক করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।