ডেস্ক : কলকাতায় পৌঁছেছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। স্থানীয় সময় রাত ১১টায় তিনি কলকাতার দমদম এয়ারপোর্টে পৌঁছান।
এয়ারপোর্টে উপস্থিত সাংবাদিকদের হাসিনা জানান, কলকাতায় এক আত্মীয়ের বাসায় থাকবেন তিনি। এর পর সোমবারের মধ্যেই শিলং যাবেন। তবে কখন কিভাবে যাবেন এ বিষয়ে কোনো কথা বলতে চাননি হাসিনা।
এর আগে রোববার মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করার জন্য ভারতে রওয়ানা হন হাসিনা আহমেদ।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২২৯ যোগে রাত নয়টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।
বিকালে ভারতের ভিসা পাওয়ার পর বিমানে ওঠার আগে তিনি বলেন, ‘আমার স্বামী খুবই অসুস্থ। তার জন্য দোয়া করবেন।