নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় মোটর সাইকেল চুরির মামলায় পলাতক আসামীকে গতরাতে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে এসআই মোহাম্মদ মহিন উদ্দিন ও উনার টিম সহায়তায় যাত্রাপাশা এলাকা থেকে মোটর সাইকেল চুরি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
আসামী আজিজুর রহমান হেলাল (২২) পিতা- আরশাদুল গ্রাম যাত্রাপাশা কে বানিয়াচং থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।
আসামি আজিজুর রহমান হেলাল চুরি মামলার ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকার করে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।