শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে : আগস্ট মাসের জাতীয় দিবসসমূহকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে জুমঅ্যাপের মাধ্যমে প্রস্তুতি সভা করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন।
সোমবার (২ রা আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ভার্চুয়ালিভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, চেয়ারম্যান শেখ সামছুল হক, মোঃ রেখাছ মিয়া, আব্দুল আহাদ,উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, পল্লীবিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন খান, ইফা’র ফিল্ড সুপার ভাইজার মোঃ সোলায়মান, তথ্য আপা সহকারি কর্মকর্তা পান্না আক্তার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৫ আগস্ট ৭২তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন এবং ১৮ আগস্ট মাকালকান্দি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের নিমিত্তে প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত গৃহিত হয় ।