চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামে চেয়ারম্যান বাড়িতে রবিবার বিকেলে জিংক সমৃদ্ধ ব্রি-৬৪ ও ব্রি-৬৪ ধানের প্রদশনী উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের নাগুরা কৃষি ফার্মের বৈজ্ঞানিক কর্মকর্তা এটিএম সাখাওয়াত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা এমরান আহমেদ, আস এনজিও এর প্রধান নির্বাহী কৃষিবিদ হারুন আর রশিদ, রিপোর্টাস ইউনিনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সেবা’ নির্বাহী তানজিনা খানম।
আস এর কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন মোঃ ফারুক আহমেদ, সেবা’র আব্দুর রউফ, কৃষক আবুল খায়ের তালুকদার, আবুল কালাম প্রমুখ।
নতুন জাতের এ ধানের প্রদর্শণীতে জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের নতুন উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ও ব্রি-৬৪ ধানে প্রতি কেয়ার (৩৬ শতক) ৩০ মন ধান উৎপাদন ছাড়াও এ ধানের চালে জিংকের ঘাটতি পুরণ করে। প্রতি কেজি চালে ২৪ মিলি জিংক রয়েছে।
বাংলাদেশে একমাত্র জিংক সমৃদ্ধ ব্রি-৬৪ বোরো হিসেবে এবং ব্রি-৬৩ আউশ ও আমন দুফসল হিসেবে ফলানো যায়। এনজিও আস হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি এবং বালিয়ারী গ্রামে এ ধান প্রসারে কৃষকদের নিয়ে কাজ করছে।