সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ভক্তদের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ডিসেম্বর। এদিন সিলেট রেজিস্ট্রারি মাঠে এ সবাবেশ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।
সমাবেশের আয়োজন করেছে সালমান শাহ ঐক্য জোট কেন্দ্রিয় কমিটি। সালমান শাহ হত্যার বিচারের দাবি সহ বেশ কিছু দাবি রয়েছে সালমান শাহ ঐক্য জোটের। এর মধ্যে রয়েছে ঢাকায় সালমান শাহ’র নামে রাস্তা করতে হবে, এফডিসির একটি ফ্লোরের নাম করতে হবে সালমান শাহর নামে, জাদুঘর তৈরি করতে হবে এবং সিলেট স্টেডিয়ামের নাম করণ করতে হবে সালমান শাহ’র নামে।