নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে এক চা শ্রমিক কিশোরী নিহত হয়েছে। এতে আহত হয় আরও একজন। গতকাল রোববার সকালে উপজেলার দক্ষিণ রামপুর চা বাগানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই বাগানের শ্রমিক চামরতি (১৭) ও সবিতা (১৮) রোববার সকালে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। হঠাৎ বজ্রপাত হলে চামরতি ঘটনাস্থলেই মারা যায়। সবিতা গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।