স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, কৃষক হলো দেশের প্রাণ। কৃষকের পরিশ্রমের মাধ্যমেই এ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। কৃষি এবং কৃষককে বাঁচাতে সরকার নানা ধরণের প্রযুক্তি ব্যবহার করছেন। আর কৃষকদের ঘামঝড়া পরিশ্রমের মাধ্যমেই সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ জনপ্রতিনিধিদের বেতন-ভাতা হচ্ছে।
কাজেই কৃষি এবং কৃষক বান্ধব সরকার হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক এর সঞ্চালণায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম প্রধান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সহসভাপতি দেওয়ান শোয়েব রাজা ও উপসহকারি কর্মকর্তা মহিবুর রহমান মিটুসহ প্রান্তিক কৃষকবৃন্দ। বিনামূল্যে ৫ কেজি করে ১৫০জন কৃষককে রূপা আমান ধানের বীজ প্রদান করা হয়।