আব্দুর রাজ্জাক রাজুঃ করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে চুনারুঘাটের ৬ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন পাল মাস্ক বিতরণ উদ্বোধন করেন।
(২৯ জুলাই)বৃহস্পতিবার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার,রাণীগাও ইউনিয়নের গাজিগঞ্জ বাজারসহ কয়েকটি এলাকায় করোনাভাইরাস মহামারী প্রতিরোধে মাক্স বিতরণ করা হয়।
এদিকে ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী আহম্মদাবাদ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বার,সাংবাদিক,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগের কর্মীদের মাধ্যমে ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে ৬০০০ হাজার মাক্স বিতরণ করা হয়।সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সমাজ সেবক মুস্তাফিজুর রহমান রিপন গাজিগঞ্জ বাজারে ৫শত মাস্ক বিতরণ করেন।
এসময় জনসাধারণকে নিয়মিত মাক্স পরিধান এবং করুণা ভাইরাস থেকে সচেতন থাকার পরামর্শ দেয় সেনাবাহিনীর একটি দল।