শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা এগ্রো অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নিবার্চন- ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন বীজ, সার ও বালাই নাশক কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ২০০৯ সালে ’’ কৃষি ও কৃষকের সেবায় আমরা অঙ্গিকারাবদ্ধ’’ এই স্লোগানে প্রতিষ্টিত এগ্রো অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে ।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১৫টি পদে নিবার্চন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রশিদ ১৫টি পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সভাপতি পদে মো: ফারুক খান(ঁসেমকো করপোরেশন লিঃ), সিনিয়র সহ-সভাপতি পদে উত্তম কুমার সুত্রধর(এমিন্যানাস ক্যামিক্যাল ইন্ডাঃ লিঃ), সহ-সভাপতি পদে মিজানুর রহমান সুমন(অরন্য ক্রপ কেয়ার লি:), সাধারন সম্পাদক পদে মো: কামাল মিয়া(গ্যাটকো এগ্রোভিশন লিঃ), সহ সাধারন সম্পাদক পদে মো: মোমিনুল ইসলাম(পেট্রোকেম বাংলাদেশ লিঃ (সীড), সাংগঠনিক সম্পাদক পদে মো: রবিউল আলম(লালতীর সীড লিঃ), সহ- সাংগঠনিক সম্পাদক পদে মো: রিপন মিয়া(কুশিয়ারা সীডএন্ড কোং লিঃ), কোষাধক্ষ পদে মো: আব্দুল কাফি(নীল সাগর সীডস লিঃ), প্রচার সম্পাদক পদে মো: শহিদুল ইসলাম কাজী(পারটেক্স এগ্রো লিঃ), দপ্তর সম্পাদক পদে মো: মোর্শেদ আহমেদ(টি এ বি ব্র্যান্ড এগ্রোঃ লিঃ), ধর্ম ও সমাজ সেবা সম্পাদক পদে মো: মুখলেছুর রহমান(মীমপেক্স এগ্রোবেমিক্যালস ইন্ডাঃ লিঃ), ক্রিয়া ও স্বাংষ্কৃতিক সম্পাদক পদে মো: কিবরিয়া আহমেদ(মোহনা এগ্রোকেমিক্যাল লিঃ), নির্বাহী সদস্য পদে মো: কাউছার মিয়া(,বায়ার ক্রপ সাইন্স) মো: সাজু মিয়া(রহিমআফরোজ সীড লিঃ) ও কাজল সরকার(ভ্যালেনটেক লিঃ) কে নির্বাচিত ঘোষনা করেন।