এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ড বিজয়ী সংগঠন ভোর রাতে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে স্প্রীড ব্রেকার করলো ধ্রুপ্রদী পরিবার বৃহস্প্রতিবার ( ২৯ জুলাই)ভোর রাত থেকে ধ্রুপদী পরিবার সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিততে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে চুনারুঘাটে স্বল্প আয় এবং বিপদগ্রস্ত মধ্যম আয়ের মানুষের পাশে থাকার পাশাপাশি চুনারুঘাট পৌর শহরসহ দূর্ঘটনা প্রবল ঢাকা সিলেট পুরাতন মহাসড়কগুলোতে দেয়া স্প্রীড ব্রেকারগুলে অস্তিত্বহীন হয়ে পড়েছে।এমতাবস্থায় জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ড বিজয়ী সংগঠন ধ্রুপদী পরিবারের উদ্যোগে খাদ্য,বস্র সহ উপকরণ সামগ্রী বিতরণ করে আসছে।কোভিড-১৯ লকডাউন বাস্তবায়নে এই স্থবিরতায় অস্থিহীন হয়ে পড়া স্প্রীড ব্রেকারগুলো পুনরায় মধ্য রাত থেকে সাদা রং দিয়ে ফুঁটিয়ে তোলা উদ্যোগ নেয় ধ্রুপ্রদী পরিবার।
এ বিষয়ে সংগঠনের কর্মী এবিএম আবুল কালাম হাদি জানান,
ধ্রুপদী পরিবারের নতুন পুরাতন সদস্যদের নিজের অনুদানে আয়োজিত ক্ষুদ্র প্রয়াস থেকে নিয়মিত সেবামুলক কাজ করে আসছে ।আমরা সংগঠন প্রতিষ্টার পর থেকে ধারাবাহিক এই কার্যক্রম পরিচালনা করে আসছি।
এ সময়ে উপস্থিত ছিলেন মহিউদ্দিন কাউসার, পুলক, আব্দুল হাদী, তারেক, মেছবাহ, শরীফ, ক্লিনটন, ইসলামউদ্দীন, নয়ন, সাকিব, তন্ময়, হাবিব, শুভ, সোহাগ, প্রমুখ।