এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঈদ উল আযহার পরবর্তীতে কঠোর লকডাউন বাস্তবায়নে আজ প্রথম দিনে বিধি নিষেধ অমান্য করায় মামলা ও অর্থদণ্ড করেছে প্রশাসন।
শুক্রবার (২৩ জুলাই) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।সার্বিকভাবে সহযোগিতায় ছিল সেনাবাহিনীর টিম ও থানা পুলিশ।
চুনারুঘাট উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে এবং করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং সরকারি নির্দেশ অমান্য করায় ৬ জনকে বিভিন্ন আইনে ২২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বের হবেন না নিজে সুস্থ থাকুন পরিবারের সকলকে সুস্থ রাখুন।