দিলোয়ার হোসাইন,বানিয়াচং প্রতিনিধি : সেরা দেশ পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি ও বাণী24 অনলাইন পত্রিকার সম্পাদক সাংবাদিক তাওহীদ হাসান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
আজ (১৯ জুলাই) বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে রেপিড এন্ট্রি জেন টেস্টে করোনা পজিটিভ এসেছে। স্যাম্পল সংগ্রকারী নিশাত রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বানিয়াচং উপজেলা কামালখানী নিজ গ্রামের হাসান মনঞ্জিলের বাসায় অবস্থান করেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চিকিৎসার যাবতীয় তদারকি করা হবে বলে জানানো হয়।
সাংবাদিক তাওহীদ হাসানের সাথে ফোনে আলাপে তিনি বলেন, আমারা সাংবাদিকগণ ঝুঁকি নিয়েই মাঠ পর্যায়ে কাজ করতে হয়।
এসময় তিনি আরো বলেন সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চালার পরামর্শ দিয়েছেন।
তিনি রোগমুক্তির জন্য সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে দোয়া কামনা করেছেন।