হামিদুর রহমান, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকালে হবিগঞ্জের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা সদরের ঢাকা সিলেট মহাসড়কের পাশে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা মনির হোসেন। নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান জানান, মহাসড়ক কে ৪ লেনে উন্নীত করার লক্ষ্যে এ অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হচ্ছে।