স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে মডেল প্রেসক্লাবের উদ্যোগে কোভিড-১৯ সুরক্ষায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন। এসময় বাজারের বিভিন্ন পয়েন্টে আগত জনসাধারণের মাঝে ৪শ’ মাস্ক বিতরণ করা হয়।
সেই সাথে কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা পালন করতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও লিলু আহমেদ প্রমুখ।
পর্যায়ক্রমে উপজেলা সদরের প্রত্যেক বাজারে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, একঝাঁক মূল ধারার সাংবাদিকদের নিয়ে প্রায় ৩ মাস আগে বানিয়াচং মডেল প্রেসক্লাব গঠন করা হয়েছে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিসহ সৃজনশীল কার্যক্রম দিয়ে জনমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাচ্ছে এ মডেল প্রেসক্লাব।