মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে স্বামীর হাতে পারভীন আক্তার (৩৫) নামের সৌদি আরব প্রবাসী স্ত্রী খুন হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক স্বামী তকদির হোসেন পলাতক।
বুধবার(৭ জুলাই) রাত দেড়টার দিকে নিজ বসত ঘরে সে খুন হয়।
জানা যায়, পারভীন আক্তার নামের ওই নারী প্রায় দেড়মাস মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। বিদেশ থাকা নিয়ে স্বামীর সাথে প্রায়ই পারভীনের ঝগড়া হতো। পূনরায় বিদেশ যাওয়া নিয়া রাতে কথা-কাটাকাটির জের ধরে বসত ঘরে স্বামী তকদির স্ত্রী পারভীন আক্তার কে দা দিয়া এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়।
স্বজনরা আহত পারভীনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়া এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পারভীন স্বামীসহ পিতার বাড়ি মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে থাকত। ঘাতক স্বামী তকদীর হোসেন (৩৮), বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চান্দেরপাড় গ্রামের রেনু মিয়ার পুত্র।
মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেন।