আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের গুইবিল সীমান্তে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
( ৬ জুলাই ) রাতে গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম উদ্দিন সীমান্তের ১৯৭০ এর ৩ এস পিলারের কাছে টহলরত অবস্থায় গাঁজা আটক করেন।
বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সদস্য লেঃ নায়ক জিয়াউর রহমানের সংবাদের ভিত্তিতে গাঁজা উদ্ধার করেন।এ সময় চোরা-কারকারিরা পালিয়ে যায়।
বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক( সিও) লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী বলেন,মাদকের ব্যাপারে জির টলারেন্স অব্যাহত থাকবে।