নবীগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। এই লকডাউন উপেক্ষা করে শনিবার (৩ জুলাই) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে বসেছিল পশুর হাট।
সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা পশু নিয়ে হাটে আসতে শুরু করেন। কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্হ্যবিধি না মেনে এমন হাট বসায় স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে বিকেলে উপজেলা প্রশাসন পশুর হাটটি বন্ধ করে দেয়। তবে জরিমানা বা মামলা না দেওয়ায় সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বৃহৎ জনতার বাজারে প্রতি সপ্তাহে শনিবার ও সোমবার পশুর হাট বসে। সেই নিয়ম অনুযায়ী শনিবার জনতার বাজারে পশুর হাট বসে। সর্বাত্মক লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট চলছিল। পশুর হাটের খবর পেয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই পশুর হাট পণ্ড করে দেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বৃহৎ এই গরুর বাজারটি ইজারা না দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস নিজেরাই পরিচালনা করে আসছেন। গরুর বাজার থেকে তুলা হাসিলের (রশিদের টাকা) টাকাও সঠিক ভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না বলেও গুঞ্জন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে খোঁজ খবর রাখতে পারেন না বলে অভিমত বিজ্ঞজনদের। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঠিক পদক্ষেপ গ্রহন করা উচিত বলে মনে করেন সচেতন মহল।