নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের সুবিদপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় আব্দুস সালাম মিয়া নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, সুবিদপুর গ্রামের ভাঙ্গা মালের ব্যবসায়ী আব্দুস সালামের (৪০) সাথে একই গ্রামের আলী চৌধুরী, ইসমাঈল মিয়া গংদের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলছিল।
গতকাল সন্ধ্যায় তিনি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার ধরমন্ডল চকবাজার থেকে রওয়ানা দিয়ে কানাই নদীর পাড়ে পৌঁছলে প্রতিপক্ষের আলী চৌধুরী, ইসমাঈল মিয়াসহ কয়েকজন তার উপর অতর্কিতভাবে হামলায় চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।